৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের খালের তালিকা
ক্র:নং |
খালের নাম |
অবস্থান ইউনিয়ন/ওয়ার্ড |
উৎপত্তি স্থল |
পতিত স্থান |
সম্ভাব্য দৈর্ঘ্য(কিঃমিঃ) |
সম্ভ্যাব্য প্রস্থ(মিঃ) |
|
০১ |
ঐতিহ্যবাহী গুয়ামুড়ী খাল |
৮নং শায়েস্তাগঞ্জ |
কাশীপুর গ্রামের ব্রীজ হইতে |
সুতাং নদী পর্যন্ত |
৬
|
২০ |
|
২ |
আঙ্গার খাল |
৮নং শায়েস্তাগঞ্জ |
লাদিয়া গ্রামের গোয়ালা বাড়ীর নিকট হইতে |
সুতাং নদী পর্যন্ত Í |
৩ |
৬ |
|
৩ |
জানির খাল |
৮নং শায়েস্তাগঞ্জ |
নিশাপট আনোয়ার আলী জমির নিকট হইতে |
সানু মিয়ার জমি পর্যন্ত |
২ |
৪ |
|
৪ |
বড়বিল খাল ২.১/২ ৬ |
৮নং শায়েস্তাগঞ্জ |
বড় বিল হইতে |
গোয়ামুড়ী খালা পর্যন্ত |
২.১/২ |
৬ |
|
৫ |
বিন্নাবাড়ী খাল |
৮নং শায়েস্তাগঞ্জ |
ড বিন্নাবাড়ী হইতে |
বড় বিল খাল পর্যন্ত |
১ |
১ |
|
৬ |
পুটিয়া খাল |
৮নং শায়েস্তাগঞ্জ |
পুটিয়া বিল হইতে |
গোয়ামুড়ী খাল পর্যন্ত |
১/২ |
২ |
|
৭ |
জোগলী খাল |
৮নং শায়েস্তাগঞ্জ |
|
|
|
|
|
বর্তমান সরকার গ্রামীণ প্রেক্ষাপট উন্নয়নে খাল খনন করে পানি ধরে রাখার ব্যবস্থা নিয়েছে
বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। আর সে কারণে গ্রাম বাংলার কৃষির উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে দিন দিন ভূ-গর্ভের পানির স্তর নিম্নমুখী হচ্ছে। এ পরিস্থিতিতে সরকার কৃষির উন্নয়নে সেচ সুবিধা নিশ্চিত করতে পানির উৎস হিসেবে পানির স্তরকে ধরে রাখার জন্য খাল-বিল, নদী-নালা খননের ব্যবস্থা করছে। এর ফলে একদিকে যেমন কৃষকরা উপকৃত হচ্ছেন অপরদিকে এই নদীনালাতে মাছ চাষ করে গ্রামীণ জনপদের অনেকেই অর্থনীতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। বতমানে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন এর ৪ টি গ্রামে ৭ টি খাল কে পুনরায় খনন করে মরা নদীর সংগে সংযুক্ত করে রবি মৌসুমী প্রয়োজনীয় পানি সরবরাহ করা হচ্ছে। এতে কৃষক গন উপকৃত হচ্ছে। অপর দিকে মাছের চাষ ও বৃদ্ধি পেয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS